প্রবাস

জুলাই অভ্যুত্থানে দণ্ডিত সব বাংলাদেশিকে ক্ষমা করলো আমিরাত

জুলাই অভ্যুত্থানের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত হওয়া অবশিষ্ট ২৫ জন বাংলাদেশি নাগরিককে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানএর আগে ১৮৮ জনকে ক্ষমা করেছিলেন আমিরাত রাষ্ট্রপতি

রোববার (১১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়

এতে বলা হয়,  বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে এই ক্ষমা মঞ্জুর করা হয়। ক্ষমাপ্রাপ্ত ২৫ জনকেই ইতোমধ্যে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

এই মানবিক সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। এটি আমিরাতের নেতৃত্বের সহমর্মিতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।

এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরাসরি অনুরোধে প্রাথমিকভাবে দণ্ডিত ১৮৮ জনকে ক্ষমা করে দেশে ফেরত পাঠিয়েছিল আমিরাত সরকার।

প্রসঙ্গত,  জুলাই আন্দোলনের সময় আমিরাতে গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন কারাগারে মৃত্যুবরণ করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আমিরাত