রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, শেখ হাসিনাকে এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে প্লট বরাদ্দে সরকারের সুপারিশ করার ব্যবস্থা রাখা যাবে না বলেও আদালত মত দেয়।
শেখ হাসিনা ছাড়াও দুই মামলায় তার ছেলে সজিব ওয়াজেদ জয়কে পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড এবং শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এর আগে গেল ৩১ জুলাই একই আদালত তিন মামলারই অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল।
মামলার শুরু থেকেই শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পলাতক হিসেবে বিবেচিত হচ্ছেন। তিন মামলার সবগুলোতেই শেখ হাসিনা আসামি। জয় ও পুতুল আলাদা দুটি মামলায় পৃথকভাবে অভিযুক্ত। তবে রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলম বর্তমানে কারাগারে রয়েছেন।
প্রথম মামলায় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন আটজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ১০ মার্চ অভিযুক্তের সংখ্যা বাড়িয়ে ১২ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়।
আসামিদের মধ্যে রয়েছেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ রাজউকের সাবেক কর্মকর্তা ও কর্মচারীরা।
দ্বিতীয় মামলায় একই প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে দ্বিতীয় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ প্রথমে ১৫ জনকে অভিযুক্ত করা হয়। পরবর্তী তদন্তে সংখ্যা বাড়িয়ে ১৭ জনকে চার্জশিটভুক্ত করা হয়।
এই মামলাতেও গৃহায়ন, গণপূর্ত ও রাজউকের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, সাবেক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাবেক দপ্তরের কর্মকর্তারা আসামির তালিকায় রয়েছেন।
তৃতীয় মামলায় পূর্বাচলে ১০ কাঠার প্লট জালিয়াতির অভিযোগে গত ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে তৃতীয় মামলা করেন। এতে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে চার্জশিটে মোট ১৮ জনকে অভিযুক্ত দেখানো হয়।
এমএ//