রাজনীতি

গুলশানে তারেক রহমানের বাড়ি প্রস্তুত

১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সহসাই দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে গুলশান-২ এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তিনি। 

যদিও বিএনপি এখনো তার ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে দলের নিকটস্থ কয়েকজন বলছেন, তারেক রহমানের ফেরা “সময়ের ব্যাপার মাত্র”। 

দলীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহকে কেন্দ্র করে তার দেশে ফেরার বিভিন্ন প্রস্তুতি চলছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা ঘোষণার পরপরই তিনি দেশে ফিরতে পারেন। তবে তারেক রহমানই পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, নভেম্বরের শেষ দিকেই তিনি দেশে ফিরবেন। 

সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর জানান, নির্বাচনের তফসিল প্রকাশের পরই তারেক রহমান ফিরবেন বলে তারা আশা করছেন।

প্রসঙ্গত, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার গুলশান-২ এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেন। এতদিন এটি খালেদা জিয়ার তত্ত্বাবধানে থাকলেও নাম জারি ছিল না। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকার নামজারির কাগজ তার হাতে তুলে দেয়।

এ বাড়িতে আগে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বসবাস করতেন। ছয় মাস আগে তারা বাসাটি ছেড়ে দিলে সংস্কার শুরু হয় এবং এখন পুরো প্রস্তুত।

সম্প্রতি তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন ফেরার আগে বাড়িটি ঘুরে দেখেন এবং বেশ কিছু নির্দেশনা দেন। সেসব নির্দেশনা অনুযায়ী বাড়িটি তারেক রহমানের জন্য সাজানো হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান #বিএনপি