আইন-বিচার

১৩ সেনা কর্মকর্তার শুনানি পিছিয়ে ৩ ও ৭ ডিসেম্বর

গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় সেনাবাহিনীর ১৩ কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী শুনানির তারিখ পরিবর্তন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল-১ আগামী ৩ ও ৭ ডিসেম্বর নতুন দিন নির্ধারণ করে।

রোববার (২৩ নভেম্বর) সকালে বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় পুলিশ প্রিজনভ্যানে করে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করে এবং পরবর্তী সময়ে তাদের হাজতখানায় নেওয়া হয়।

মামলার এ দুইটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে।

হাজির হওয়া সেনা কর্মকর্তারা হলেন: র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান (র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান), লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গুম #নির্যাতন #সেনা সদস্য #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল