জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমে দুই রাষ্ট্র প্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়। পরে তাদের সঙ্গে যোগ দেন দুই দেশের উচ্চ–পদস্থ কর্মকর্তারা।

কার্যালয়ে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা হয়।

এ দিনই বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত হয় দুটি সমঝোতা স্মারক (এমওইউ)। স্বাস্থ্যখাতে জনবল বিনিময় ও সহযোগিতা নিয়ে প্রথম চুক্তিটি হয় বাংলাদেশের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে। বাংলাদেশের পক্ষ থেকে দলিলে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

দ্বিতীয় চুক্তিটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইডথ ও টেলিযোগাযোগ সেবা বাণিজ্য সম্পর্কিত। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

এর আগে সকালে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত আলাপও হয়।

ঢাকায় পৌঁছে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যান এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

পরে দুপুরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সন্ধ্যায় নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধান উপদেষ্টা #ড. মুহাম্মদ ইউনূস