গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর মার্কিন উদ্যোগে সবুজ সঙ্কেত দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে সমর্থন জানায়, তবে চীন ও রাশিয়া ভোটদানে বিরত থাকে। খবর আল-জাজিরা।
মার্কিন প্রস্তাবিত এ খসড়ায় বলা হয়েছে—গাজাকে পুনর্গঠনের পাশাপাশি স্থায়ী শান্তির পরিবেশ নিশ্চিত করতেই এই বাহিনী মোতায়েন করা হবে। প্রয়োজন হলে গাজা নিরস্ত্রীকরণ ও সামরিক স্থাপনা অপসারণের কাজও করবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী।
ভোট অনুমোদিত হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তোষ প্রকাশ করেছেন। ট্রুথ সোশ্যাল-এ এক বার্তায় তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য গঠিত আন্তর্জাতিক বোর্ডের নেতৃত্ব দেবেন তিনি নিজে।
প্যালেস্টাইন অথরিটি জাতিসংঘের সিদ্ধান্তকে স্বাগত জানালেও হামাস এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি—এ পরিকল্পনা গাজার ওপর বিদেশি অভিভাবকত্ব চাপিয়ে দেবে।
এদিকে ইসরাইলে এই প্রস্তাবকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এর ফলে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
এমএ//