দেশজুড়ে

শেখ হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে : রাশেদ

ঝিনাইদহ প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি সন্তুষ্টি প্রকাশ করে।

রাশেদ খাঁন বলেন, এখন আমাদের দ্বায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে দিল্লিতে থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার। এই রায়ের মাধ্যমে আবু সাঈদ, মুগ্ধদের আত্মা শান্তি পেয়েছে উল্লেখ করে রাশেদ খান বলেন, হাসিনা শুধুমাত্র নয় যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিলো তাদেরও ফাঁসি রায় দিতে হবে।

তিনি বলেন, হাসিনা শুধু নয়, যারা ডামি এমপি ছিলেন ,ছাত্রলীগ, যুবলীগ করেছেন ও সন্ত্রাস করেছেন। যারা গণভ্যুত্থনের সময়েও ক্ষমা চায়নি সেই আওয়ামী লীগ ও ডামি এমপিদের কোন ক্ষমা নেই।

তিনি আরও বলেন, কেবল শেখ হাসিনা নয় বিগত সময়ে যারা এ ধরণের অন্যায় ও অপরাধের সাথে জড়িত তাদেরও রায় হবে। আগামীতে যে সরকার আসবে সে সরকার বিচারের ধারাবাহিকতা রাখবে বলেও তিনি প্রত্যাশা করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশেদ খাঁন