রাজনীতি

শেখ হাসিনার রায়কে ঘিরে অরজাকতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার (১৬ নভেম্বর) মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, স্বৈরাচার শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। হতাশা, বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যেও নির্বাচনের নিশ্চয়তা দেখা যাচ্ছে। যদিও কিছু গোষ্ঠী নানা দাবির নামে ভোট বিলম্বিত করতে চায়।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক কাঠামোকে একটি জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছে। কিন্তু সেটি কতটুকু জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা বলার সময় আসেনি। 

সময় বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার না আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি আরও খারাপ হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনার রায় #বিএনপি #মির্জা ফখরুল