আন্তর্জাতিক

কুকুরের গুলিতে আহত হলেন মালিক

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: প্রতীকী ছবি

কুকুরের গুলিতে আহত হয়েছেন তার মালিক। এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায়। সেই ব্যক্তি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। শিলিংটন পুলিশ বিভাগ এই তথ্য জানিয়েছে।

শিলিংটন পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টা ১৩ মিনিটে এক ব্যক্তি পিঠে গুলিবিদ্ধ হয়েছেন, এমন তথ্য পায়। ঘটনাস্থলে যাওয়ার পর কর্মকর্তারা জানতে পারেন যে তার পোষা কুকুর বিছানায় লাফিয়ে উঠলে সেখানে রাখা একটি শটগান থেকে ভুলবশত গুলি ছুটে যায়। আর সেটি গিয়ে লাগে তার পিঠে।

আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর জরুরি অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার দ্বিতীয় অস্ত্রোপচার বুধবার বা বৃহস্পতিবার করা হবে।

শিলিংটন পুলিশ বলছে, আপাতত ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে মনে হলেও তদন্ত অব্যাহত রয়েছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কুকুরের গুলি #মার্কিন যুক্তরাষ্ট্রে #পেনসিলভেনিয়া