টাঙ্গাইল–৪ (ঘাটাইল) আসনের সাবেক মন্ত্রী ও সদ্য কারামুক্ত আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ থেকে তাদের দুজনকেই বহিষ্কার করা ‘আল্লাহর অপার করুণা’। তিনি মন্তব্য করেন, বহিষ্কার না হলে আজকে আমরা ঘৃণিত হতাম।
শুক্রবার (১৪ নভেম্বর) কালিহাতীর ছাতিহাটি এলাকায় কর্মী, সমর্থক ও অনুসারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
সভায় নিজের কারাবাসের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন লতিফ সিদ্দিকী। তিনি বলেন, জেলে গিয়ে দেখেছেন যে বড় বড় কুতুবরা ৫ই আগস্টের আগে যে ভাব ধরতেন, সে ভাব ধ্বংস হয়ে গেছে।
লতিফ সিদ্দিকী মনে করেন, আল্লাহ ভাববাদীদের ও অহংকারীদের পছন্দ করেন না। রাজনীতিতে নিজের অবস্থান স্পষ্ট করে সাবেক এই মন্ত্রী বলেন, আমি কোনো দিন কোনো রাজনৈতিক দলে যোগ দেব না, তবে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে আল্লাহর রহমতে একশ ভাগ থাকব।
তিনি আরও জোর দিয়ে বলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের নেতৃত্বেই আমিও কাজ করব, দল করি আর না করি।
লতিফ সিদ্দিকী ড. ইউনূসের পরিষদকে ‘সরকার’ হিসেবে উল্লেখ না করে শুধুমাত্র ‘পরিষদ’ বলে আখ্যায়িত করেন এবং তার বিরুদ্ধে কিছু না বলার কথা জানালেও মনে করেন যে এটি স্থায়ী হচ্ছে না এবং পাবেও না।
এ প্রসঙ্গে তিনি শেখ মুজিব, জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার ব্যর্থতার কথা টেনে বলেন, একটা খুনও যা, হাজারটা খুনও তাই।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর স্ত্রী সাবেক এমপি লাইলা সিদ্দিকী, আব্দুল্লাহ বীরপ্রতিকসহ জেলা ও উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতৃবৃন্দ।
এসি//