রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির কারখানার সন্ধান মিলেছে। সেখান থেকে ৩৫টি ককটেল, বোমা তৈরি সরঞ্জাম, হেলমেট ও বিপুল পরিমাণ জর্দার কৌটা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৭ নম্বর সেক্টরে অভিযান চালায় পুলিশ। সেখানে অভিযান একটি ভবনের ছাদে বিপুল পরিমাণ ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিট ঘটনাস্থলে এসেছে। এখন বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে সেগুলোকে নিষ্ক্রিয় করা হবে।
জানা গেছে, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর ব্লকে বুনিয়া সোহেলের বাসার পাশের একটি ভবনে ককটেল তৈরি করা হচ্ছিলো।
এ বিষয়ে পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
আই/এ