লাতিন আমেরিকায় মাদক সন্ত্রাস দমনের নামে নতুন সামরিক অভিযান ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার' ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র । বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘোষণা দেন।
হেগসেথ বলেন, ‘এই অভিযানটির মূল লক্ষ্য নার্কো সন্ত্রাসী ও মাদক পরিবহন চক্র। যা যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ কমাতে পরিচালিত হবে।’
তবে এটি বর্তমান সামরিক উপস্থিতির জন্য শুধু একটি নতুন নাম, নাকি আরও বড় পরিসরের নতুন অভিযান শুরু হচ্ছে তা এখনও স্পষ্ট নয়।
সম্প্রতি্, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উপকূলে বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডসহ উল্লেখযোগ্য নৌবহর মোতায়েন করেছে। একই সঙ্গে মাদকবাহী সন্দেহে নৌকা লক্ষ্য করে মার্কিন হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে।
এসএইচ//