খেলাধুলা

আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের হার

রোনালদোর লাল কার্ড

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে ২–০ গোলে হার ও লাল কার্ড দুই বিপদেই পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ডাবলিনে বাছাইপর্বের ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কনুই মারা কারণে প্রথমে হলুদ, পরে ভিএআরে লাল কার্ড পান তিনি। পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তাঁর প্রথম লাল কার্ড।

ম্যাচের ১৭ ও ৪৫ মিনিটে দুটি গোলই করেন আইরিশ ফরোয়ার্ড ট্রয় প্যারট। সমতায় ফিরতে পর্তুগাল ছিলো মরিয়া। কিন্তু ম্যাচের ৬১ মিনিটে আইরিশ ডিফেন্ডার দারা ও’শেয়ার পিঠে কনুই মেরে উল্টো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলের অধিনায়ক রোনালদো। এরপরে আর ম্যাচে ফেরা হয়নি পর্তুগালের। ২-০ গোলের হার দেখেই অপেক্ষা আরও বাড়লো বিশ্বকাপ নিশ্চিতের।

এই হারে বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করেছে পর্তুগাল। গ্রুপের শীর্ষে থাকলেও এখন আর্মেনিয়ার বিপক্ষে শেষ ম্যাচ জিতলেই বিশ্বকাপ নিশ্চিত হবে। না জিতলে হিসাব জটিল হবে হাঙ্গেরি ও আয়ারল্যান্ডের জন্য।

সবচেয়ে বড় শঙ্কা রোনালদোকে নিয়ে। ফিফার নিয়ম অনুযায়ী, কনুই মারা ‘আক্রমণাত্মক আচরণ’যেখানে কমপক্ষে তিন ম্যাচ নিষেধাজ্ঞা বাধ্যতামূলক। শাস্তি কার্যকর হলে বাছাইয়ের শেষ ম্যাচের সঙ্গে পর্তুগালের পরের দুই ম্যাচেও তাঁকে দেখা যাবে না। ফলে ২০২৬ বিশ্বকাপের শুরুতেই রোনালদোকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পর্তুগাল #আর্মেনিয়া #বিশ্বকাপ