রাজধানী

হাতিরঝিলে স্কুলে ককটেল নিক্ষেপ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানীর একটি স্কুলে আবারও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে হাতিরঝিলের ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে দুর্বৃত্তরা ককটেল ছোড়ে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বার্তায় জানিয়েছে, সকালে ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় সেটি বিস্ফোরিত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

ডিএমপি আরও জানিয়েছে, বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দেওয়া হয় বাসে আগুনও। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ককটেল