রাজনীতি

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করেছে বিএনপি। এ উপলক্ষে শুক্রবার (০৭ নভেম্বর) দুপুরের পর থেকেই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিকেল নাগাদ পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

ঢাকার উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা দলীয় পতাকা, প্ল্যাকার্ড, গাড়ি ও ট্রাকে সাজানো প্রদর্শনী নিয়ে নয়াপল্টনে জড়ো হন।

দুপুর আড়াইটা থেকে নয়াপল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। হাতে ব্যানার, ফেস্টুন, ধানের শীষের প্রতীক এবং বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু করে দলের নেতাকর্মীরা। র‍্যালিটি নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ ও বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হবে।

র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। র‍্যালি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি