অর্থনীতি

স্বস্তি ফিরছে সবজির বাজারে, বাড়তি পেঁয়াজের দাম

শীতের শুরুতে রাজধানীর সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সেই স্বস্তিতে ‘ঝাঁজ’ ধরিয়েছে পেঁয়াজের দাম। মাত্র এক সপ্তাহে কেজিপ্রতি ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। এতে সবজির দাম কিছুটা কমলেও পেঁয়াজের উর্ধ্বমূল্যে ভোক্তার খরচ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

শুক্রবার (০৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ সংকটের অজুহাতে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম হঠাৎই বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৪৭ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ত্রেতাদের অভিযোগ,  পেঁয়াজের সরবরাহে বড় কোনো ঘাটতি না থাকলেও এক শ্রেণির ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছে। বাজারে অস্থিরতা ঠেকাতে সরকারকে তদারকি জোরদার করার দাবি জানান তারা।

অন্যদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তির ছোঁয়া মিলেছে। করলা ও ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি প্রতি পিস ৪০-৫০ টাকা, শসা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কচু ৬০ টাকা এবং শিম ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০ থেকে ১৭০ টাকা এবং সোনালি মুরগি ২৬০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের ডিমের দামও কিছুটা বেশি—প্রতি ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন #বাজার