আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশির জয়জয়কার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের স্থানীয় সরকার নির্বাচনে আবারও ইতিহাস গড়লেন প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার (০৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে পেনসিলভেনিয়ার আপার ডার্বি টাউনশিপে তিন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন, মোহাম্মদ সাইদুজ্জামান ড্যানি (টাউনশিপ ট্রেজারার), মোহাম্মদ হোসেন মিথুন (স্কুল বোর্ড ডিরেক্টর) এবং সায়মা দিশ (৭ম জেলা কাউন্সিল সদস্য)।

তাদের এই জয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে আনন্দ ও গর্বে ভরিয়ে দিয়েছে।। স্থানীয় ভোটারদের ব্যাপক সাড়া, সংগঠিত প্রচারণা ও প্রবাসী কমিউনিটির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারা এই সাফল্য অর্জন করেন।

স্থানীয়রা জানান, “এই জয় ব্যক্তিগত অর্জন নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, অংশগ্রহণ ও নেতৃত্বের প্রতীক।”

পেনসিলভেনিয়ার আপার ডার্বি টাউনশিপ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর অন্যতম। একাধিক বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় এবারের এবার ভোটযুদ্ধের উত্তেজনা আরও বেড়েছিল।

মার্কিন রাজনীতিতে বাংলাদেশি প্রবাসীদের অবস্থান দিনদিন দৃঢ় হচ্ছে। আপার ডার্বির এই সাফল্য তারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রবাসে থেকেও বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বলভাবে তুলে ধরা সম্ভব। আপার ডার্বির এই জয় তারই প্রমাণ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #মার্কিন নির্বাচন