আগে যে রাজনৈতিক দলেরাই অনিয়ম করত তাদের বেশিরভাগ এবার আবারো ধান্দাবাজি, দখলদারি ও ক্ষমতার অপব্যবহার শুরু করেছে। বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (০৫ নভেম্বর) দুপুরে কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত ওই ইউনিয়নের এনসিপি কমিটি ঘোষণা অনুষ্ঠানে এসব কথা জানান।
সারজিস আলম বলেন, “পূর্বের পুরানো ব্যবস্থাটা নতুন আঙ্গিকে ফের চালু হচ্ছে। কিছু লোক সুযোগ পেয়ে অবস্থাকে আরো খারাপ দিকে নিয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকলে দেশের ক্ষতি হবে।”
তিনি বলেন, গেল বছর আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ছয় মাস রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখেছিলেন। কিন্তু পরিস্থিতি লক্ষ্য করে সিদ্ধান্ত নিয়েছেন পুনরায় রাজনীতিতে সক্রিয় হতে, কারণ রাজনীতি না করলে দেশের ওপর অনিষ্টকর শক্তি কাবু হয়ে যেতে পারে। “একটি অভ্যুত্থান হয়েছে বলে আমাদের দায়িত্ব শেষ হয় না; যারা জীবন ও রক্ত দিয়েছেন তাঁদের প্রতি দায়বদ্ধতা আমাদের জীবনবৃত্তান্ত পর্যন্ত বজায় রাখতেই হবে,” বলেন তিনি।
সারজিস বললেন, দল-ধর্ম নয়—যে কোনো দলেরই সদস্যরা যদি অনৈতিক কাজ করে, তাদের বিরুদ্ধে এনসিপির লড়াই চলতেই থাকবে।
এসময় অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারী ও জাতীয় যুব শক্তি এবং এনসিপির স্থানীয় সহকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএ//