রাজধানী

গার্মেন্টসকর্মীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

রাজধানীর শাহজাহানপুরে ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক গার্মেন্টসকর্মীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী আশিক মোল্লা পলাতক রয়েছে নিহত সুরভী শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের নুরুল হক খান ও রুবিনা বেগমের মেয়ে। তার স্বামী আশিক মোল্লা একই উপজেলার পালেকচর ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার (৪ অক্টোবর) ভোর রাতে মালিবাগের বকশিবাগ এলাকার ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  গত রোববার দিবাগত রাত থেকে সোমবার দুপুর দেড়টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছেপারিবারিক কলহের জের ধরে স্বামী আশিক মোল্লা তাকে শ্বাসরোধে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে রুমে রেখে পালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সুরভীর ভাই মো. হৃদয় খান জানান, মঙ্গলবার সকালে পুলিশ তাদের ঘটনাটি জানায়। ছয় বছর আগে সম্পর্কে জড়িয়ে তার বোন বিয়ে করেন। মেহেদী হাসান (৪) নামে তাদের একটি ছেলে সন্তান আছে। তবে বিয়ের পর থেকে সুরভীর সঙ্গে তাদের যোগাযোগ খুব একটা ছিল না।

তিনি বলেন, ঘটনার আগে শিশু মেহেদীকে তার দাদি বাড়িতে রেখে আসা হয়। পুলিশ জানিয়েছে ১ অক্টোবর তারা এই বাসায় ভাড়া উঠেছিলেন। প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

প্রসঙ্গত,  লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গার্মেন্টসকর্মী