রাজনীতি

বিএনপির ভেতরে ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে : ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সবাই যেখানে ঐক্যবদ্ধ, বিএনপি সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছে। সেগুলো কী? প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হতে পারবেন না, কোনো ব্যক্তি একাধারে ১০ বছরের বেশি থাকতে পারবেন না। ওনারা নোট অব ডিসেন্ট দিয়েছেন। এগুলো যদি সংশোধন  হয়, তাহলে স্বৈরাচারী হওয়ার সুযোগ থাকে না। এগুলোর বিরোধিতা করার মানেটা কী? মানে হচ্ছে ওনাদের আবার স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা মাথায় আছে।

রোববার (২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, আমরা ভয় পাচ্ছি না। আবার নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার যারা চেষ্টা করছেন, তাদের পরিণতি খুব ভালো হওয়ার কোনো কারণ নেই।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংস্কার মাইনাস ড. ইউনূস জিরো। সংস্কার প্লাস ড. ইউনূস হিরো। আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। কারো চাপে আপনি মাথানত করবেন না। আপনি যদি চাপে হেলে পড়েন, তাহলে বিপদ। একদিক থেকে চাপ বেশি হলে এরকম এদিক-সেদিক করতে হবে। আমরা মনে করি আপনি কোনো চাপে নতিস্বীকার করেন না। ভারতের মতো রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি জানান দিয়েছেন।

তিনি আরও বলেন,  দুদিন ধরে শুনছি যে আপনারা বিএনপিকেও খুশি করতে চান। জামায়াতে ইসলামীকেও খুশি করতে চান। অন্য দলগুলোকেও খুশি করতে চান। কোনো রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয়। কোনো রাজনৈতিক দলকে খুশি করা আপনাদের কাজের ভেতরে পড়ে না। আপনাদের দায়িত্ব জাতিকে খুশি করার জন্য যা করা দরকার সেটা করা।

এ জামায়াত নেতা বলেন তবে কম্প্রোমাইজ করে যদি বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেন, তাহলে পুরো বিষয়টি ঘোলাটে ও এক ধরনের অনিশ্চিত পরিস্থিতিতে পড়ে যাবে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) ড. আব্দুল মান্নান।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ডা. তাহের