দেশজুড়ে

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ও ঝিনাইদহ-২ আসনের চার বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ নভেম্বর) ঝিনাইদহ জেলা শহরের শিশু একাডেমি কমপ্লেক্স মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল আলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ডা: মো: ইব্রাহীম রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক আহবায়ক রওশন বিন কাদের মিরন, সভাপতিত্ব করেন মসিউর রহমানের সহধর্মীনি আয়কর আইনজীবি ও জেলা বিএনপির সাবেক সদস্য মাহাবুবা রহমান শিখা।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা আয়েশা খাতুন, জেলা বিএনপির উপদেষ্টা ইয়াকুব মন্ডল, জেলা বিএনপি সহ প্রচার সম্পাদক শরিফুল ইসলাম খোকন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝিনাইদহ