জাতীয়

শেখ হাসিনার অতীত কর্মকাণ্ড ভুলে না যাওয়ার আহ্বান প্রেস সচিবের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে আলোচনার প্রেক্ষিতে তার অতীত কর্মকাণ্ড ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যারা শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছেন, তারা যেন তার অতীত কার্যক্রম স্মরণে রাখেন। জাতিসংঘের রিপোর্টে তার আমলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।”

এক সাংবাদিক বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম জানান, বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূল্যায়ন করতে পারে। তিনি বলেন, “সাক্ষাৎকারটি এখনো পড়া হয়নি; পড়ার পর মন্তব্য জানানো হবে।”

রয়টার্স, দ্য ইনডিপেনডেন্ট ও এএফপি বুধবার শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রেস সচিব আরও বলেন, “আমরা আওয়ামী লীগকে কোথাও কার্যকরভাবে দেখতে পাচ্ছি না। দু-একটা ঝটিকা মিছিল ছাড়া তাদের কার্যক্রম নেই।”

তিনি অভিযোগ করে বলেন, “দেশের টাকা চুরি করে যুক্তরাজ্যের দামি ল ফার্ম ভাড়া করে রাজনৈতিক প্রচারণা চালানো হচ্ছে। এটাকে আবার দেশের কেউ কেউ প্রমোটও করছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা #প্রধান উপদেষ্টা #প্রেস সচিব