খেলাধুলা

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার বাংলাদেশের

চট্টগ্রামে জেতার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না বাংলাদেশ। ১৫০ রানের টার্গেট ছোঁয়ার কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ১৪ রানে হেরে গেল লিটন দাসের দল। ফলে এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ হারল স্বাগতিকরা।

বুধবার (২৯ অক্টোবর) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৫ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডাররা চারটি সহজ ক্যাচ ফেললেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ইনিংসের শুরুতে ১১ বলে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন ইনফর্ম ওপেনার সাইফ হাসান। এরপর অধিনায়ক লিটন দাস ১৭ বলে ২৩ রান করে ফেরেন।

তানজিদ হাসান তামিম ছিলেন একমাত্র ব্যাটার, যিনি ক্যারিবিয়ান বোলারদের কিছুটা চাপে রেখেছিলেন। ৩৮ বলে হাফ–সেঞ্চুরি করা এই ওপেনার শেষ পর্যন্ত ৪৮ বলে ৬১ রানে আউট হন। তার বিদায়ের পর থেকেই ছন্দ হারায় বাংলাদেশ। ধীরগতির ব্যাটিংয়ে ১৮ বলে ১৭ রান করেন জাকের আলি, শেষদিকে শামিম ও রিশাদরাও দলকে জেতাতে পারেননি।

এর আগে বাংলাদেশের বোলারদের শুরুটা ছিল দারুণ। ইনিংসের প্রথম বলেই উইকেটের সুযোগ পেয়েছিলেন তানজিম হাসান সাকিব, কিন্তু উইকেটের পেছনে সহজ ক্যাচ ফেলেন লিটন দাস। যদিও পরের ওভারেই তাসকিন আহমেদ ফিরিয়ে দেন ব্রেন্ডন কিংকে।

প্রথম উইকেট হারিয়ে চাপে পড়লেও আলিক আথানজে ও শাই হোপের জুটিতে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। দুজনেই অর্ধশতক তুলে নেন। ১০৫ রানের পার্টনারশিপ ভাঙেন নাসুম আহমেদ। তিনি ৩৩ বলে ৫২ রান করা আথানজেকে প্যাভিলিয়নে ফেরান। এরপর আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি—শাই হোপ ফেরেন ৫৫ রানে, আর রাদারফোর্ড, পাওয়েল ও হোল্ডাররা ব্যর্থ হন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান (২১ রানে ৩)। নাসুম ও রিশাদ নেন দুইটি করে, আর তাসকিন পান একটি উইকেট।

সিরিজের শেষ ম্যাচে মর্যাদা রক্ষার লড়াইয়ে শুক্রবার (৩১ অক্টোবর) মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #খেলা #ওয়েস্ট ইন্ডিজ