আন্তর্জাতিক

অখণ্ড কিশোরগঞ্জের দাবিতে ছাত্র-জনতার আন্দোলন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐক্য ও অখণ্ডতা রক্ষার দাবিতে বিক্ষোভে নেমেছেন জেলার ছাত্র ও সাধারণ মানুষ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে গুরুদয়াল সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা ভৈরবে ট্রেন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তোলেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জগলুল হাসান চয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক নাঈম ও শেখ মুদাছির তুশি, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি সালমান এম সাকিব প্রমুখ।

বক্তারা বলেন, কিশোরগঞ্জ জেলার বিভক্তি বা নতুন জেলা গঠনের যেকোনো উদ্যোগ জেলার ঐক্য ও সম্প্রীতিকে ক্ষুণ্ন করবে। ভৌগোলিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে কিশোরগঞ্জ একটি অবিচ্ছেদ্য অঞ্চল, তাই “অখণ্ড কিশোরগঞ্জ” বজায় রাখা জনগণের ন্যায্য দাবি।

জগলুল হাসান চয়ন বলেন, “এই জেলার ঐক্য ভাঙার ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অখণ্ড কিশোরগঞ্জ শুধু প্রশাসনিক বিষয় নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ।”

নুসরাত জাহান বলেন, “আমরা কিশোরগঞ্জের মানুষ—ভৈরব, কিশোরগঞ্জ, করিমগঞ্জ—সবাই একই পরিবারের সদস্য। বিভাজনের রাজনীতি কেবল অশান্তি ডেকে আনবে।”

ইকরাম হোসেন বলেন, “ভৈরবে ট্রেন হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের মধ্য দিয়েই প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।”

সমাবেশের শেষে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান—অখণ্ড কিশোরগঞ্জের দাবি মেনে জেলাবাসীর শান্তি ও ঐক্য অটুট রাখতে যেন বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কিশোরগঞ্জ #অখণ্ড কিশোরগঞ্জ #আন্দোলন