জাতীয়

মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা উপদেষ্টার

মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত আবুল কালামের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির। এছাড়া পরিবারের সদস্য কেউ যদি বেকার থাকে তাকে মেট্রোরেলে চাকরি দেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর)  মেট্রো রেলের ফার্মগেট স্টেশন পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। তবে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত অতি দ্রুত চালু হবে। কিন্তু আগারগাঁও থেকে মতিঝিল অংশ আজ চালু হচ্ছে না

তিনি বলেন,  এমন দুর্ঘটনা নির্মাণ ত্রুটির কারণে নাকি নাশকতা তা খতিয়ে দেখবে  তদন্ত কমিটি।

এর আগে,দুপুরে ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে একটি পিলার থেকে বিয়ারিং প্যাড (স্প্রিং) খুলে পড়ে আবুল কালাম  নামে এক পথচারীর মৃত্যু হয়তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

প্রসঙ্গত, গত বছরের ১৮ সেপ্টেম্বর মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে গিয়েছিল। তখন কোন হতাহত হয়নি। তবে ১১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ফাওজুল কবির