ওমরাহ পালন করতে সৌদি আরবে যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। এখন থেকে সৌদিতে প্রবেশের আগে ওমরাহ যাত্রীদের অবশ্যই ফেরার (রিটার্ন) টিকিট ক্রয় করতে হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস।
সৌদি কর্তৃপক্ষের বরাতে খালিজ টাইমস জানায়, এই নিয়ম বিশ্বের সব দেশের নাগরিক ও সব ধরনের ভিসাধারীর জন্য সমভাবে প্রযোজ্য হবে।
প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সাঈদ মিরানের অভিজ্ঞতায় জানা যায়, তিনি সম্প্রতি ওমরাহ পালনের উদ্দেশ্যে দুবাই বিমানবন্দরে গেলে চেক-ইন কাউন্টারে তাকে থামিয়ে দেওয়া হয়। কর্মকর্তারা জানিয়ে দেন— ফেরার টিকিট না থাকলে বোর্ডিং পাস দেওয়া সম্ভব নয়।
মিরান বলেন, “আমি ভেবেছিলাম কয়েকদিন মক্কায় থেকে পরে সময় পেলে মদিনায় যাব, তাই ফেরার টিকিট কাটি নাই। কিন্তু কাউন্টারে গিয়ে শুনি, টিকিট ছাড়া বোর্ডিং পাস মিলবে না।” শেষ পর্যন্ত দ্রুত রিটার্ন টিকিট কেটে তিনি চেক-ইনের অনুমতি পান।
আমিরাতের ট্রাভেল অপারেটররা জানিয়েছেন, ওমরাহযাত্রীদের ভ্রমণ পরিকল্পনা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ ও বিমানসংস্থাগুলো এই নিয়মে কঠোরতা এনেছে। এখন থেকে সব দেশ ও সব ধরনের ভিসার যাত্রীদের জন্যই রিটার্ন টিকিট বাধ্যতামূলক।
এমএ//