ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির জন্য মস্কোর ওপর চাপ বাড়াতে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রসনেফট এবং লুকঅয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ইউক্রেনে যুদ্ধ বিরতির আলোচনায় অগ্রগতি না হওয়ায় এমন পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘এই অযৌক্তিক যুদ্ধ শেষ করতে পুতিনের অস্বীকৃতি জানানোয় নতুন নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন ছিল। এসব তেল কোম্পানি ক্রেমলিনের 'যুদ্ধ যন্ত্রকে' অর্থায়ন করে।’
গতকাল বুধবার (২২ অক্টোবর) ইইউ জানিয়েছে, তারা রাশিয়ার তেল ও গ্যাসের রাজস্ব কমানোর লক্ষ্যে নিষেধাজ্ঞার নতুন পদক্ষেপ নিয়েছে। নিষেধাজ্ঞা আরোপের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেন।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রাশিয়ার কোনো কোম্পানির ওপর এটিই ট্রাম্পের প্রথম নিষেধাজ্ঞা আরোপ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে বৈঠকটি স্থগিতের পরই ট্রাম্প এই ঘোষণা দেন।
রাশিয়ান দুটি কোম্পানির ওপর এই নিষেধাজ্ঞা যাতে বেশিদিন স্থায়ী না হয়, সে আশাও প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা আশা করি এই যুদ্ধের সমাধান হবে।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী।
এইচএস//