টিএফআই-জেআইসি সেলে সংঘটিত গুম-খুন ও গেল জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও কয়েকজন।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ এই আদেশ দেওয়া হয়। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালত একই সঙ্গে গুমের দুই মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২০ নভেম্বর নির্ধারণ করেছে।
এদিন সকাল ৮টার পর তিন মামলার আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি পরিচালনা করেন।
ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে, আসামিদের অনুপস্থিতিতে বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের পথ উন্মুক্ত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
এমএ//