আন্তর্জাতিক

কলম্বিয়ার প্রেসিডেন্ট ‌‘অবৈধ মাদকচক্রের নেতা’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘অবৈধ মাদকচক্রের নেতা’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৯ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেয়া এক পোস্টে ট্রাম্প পেত্রোর বিরুদ্ধে মাদক উৎপাদনকারীদের প্রশ্রয় দেয়ার অভিযোগ তোলেন।

তিনি বলেন, “এই মাদক উৎপাদনের মূল উদ্দেশ্য হলো বিপুল পরিমাণে মাদক যুক্তরাষ্ট্রে পাচার করা, যা মৃত্যু, ধ্বংস ও বিশৃঙ্খলা ডেকে আনছে।”

পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াকে যুক্তরাষ্ট্র যে বিপুল অঙ্কের অনুদান ও ভর্তুকি দিয়ে আসছে, তা এখন থেকে বন্ধ করে দেয়া হবে।

এ নিয়ে ওয়াশিংটনে নিযুক্ত কলম্বিয়ার দূতাবাসের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্প্রতি বোগোটা ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। নিউ ইয়র্কে এক সমাবেশে ফিলিস্তিনিদের সমর্থনে কথা বলা ও মার্কিন সেনাদের ট্রাম্পের নির্দেশ মানতে অস্বীকৃতি জানানোর আহ্বানের পর পেত্রোর মার্কিন ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত বছর কলম্বিয়ায় মাদক নিয়ন্ত্রণে সামরিক ও সামাজিক হস্তক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট পেত্রো, তবে তা বাস্তবতায় খুব একটা সফল হয়নি।

এদিকে গত মাসেই ওয়াশিংটন ঘোষণা দেয়, কলম্বিয়াকে আর মাদকবিরোধী লড়াইয়ে মিত্র হিসেবে গণ্য করা হবে না—যার ফলে দেশটি যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক সহায়তা হারাতে পারে।

 

সূত্র: রয়টার্স

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডোনাল্ড ট্রাম্প #গুস্তাভো পেত্রো