আন্তর্জাতিক

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত হামলা চলবেই: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, হামাসকে নিরস্ত্র করা এবং ফিলিস্তিনি ভূখণ্ডকে সামরিকভাবে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজার বিরুদ্ধে ইসরাইলের অভিযান শেষ হবে না।

শনিবার (১৮ অক্টোবর) রাতে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের সশস্ত্র শাখা ‘এজ্জেদিন আল-কাসসাম ব্রিগেড’ আরও দুই বন্দীর মরদেহ হস্তান্তর করার পর তিনি এ মন্তব্য করেন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রসের একটি দল ওই দুই বন্দীর মরদেহ উদ্ধার করেছে। পরে কফিনগুলো গাজায় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, নিহত বন্দীদের দেহ ফেরত পাওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও, এ ইস্যু এখনো এক ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। ইসরাইল রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার বিষয়টিকেও মরদেহ উদ্ধারের সঙ্গে যুক্ত করেছে।

নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন করাই এখন মূল লক্ষ্য। তিনি সতর্ক করে বলেন, এই ধাপে হামাসকে নিরস্ত্র করা এবং গাজা উপত্যকার সামরিক নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে হবে।

শনিবার রাতে ইসরাইলি চ্যানেল ১৪-তে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “যখন বি পর্যায় সফলভাবে সম্পন্ন হবে— আশা করি সহজ পথে, আর না হলে কঠিন পথে — তখনই যুদ্ধের সমাপ্তি ঘটবে।”

অন্যদিকে, হামাস এই পরিকল্পনার বিরোধিতা করছে। যুদ্ধবিরতির পর থেকে সংগঠনটি গাজা উপত্যকার ওপর তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে।

 

সূত্র: আল জাজিরা

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #নেতানিয়াহু