জাতীয়

এইচএসসি ও সমমানের ফলাফল নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই বড় ধরনের পতন ঘটেছে। এই ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবর (সি আর আবরার)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে ফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এবারের ফলাফল আমাদের জন্য অস্বস্তিকর হলেও এটি বাস্তবতার প্রতিফলন। শিক্ষার মান নিয়ে আত্মতুষ্টি না এসে এখন আমাদের গভীর বিশ্লেষণ প্রয়োজন।’

তিনি জানান, ফলাফলের এই পরিবর্তনের পেছনের কারণ জানতে আগামী সপ্তাহেই শিক্ষা বিশেষজ্ঞদের নিয়ে একটি ডেটা-ভিত্তিক বিশ্লেষণ করা হবে।

সি আর আবরার আরও বলেন, ‘পাসের হার ও জিপিএ-৫ অনেক সময় শিক্ষার মানের প্রকৃত চিত্র দেয় না। আমরা চাই, ফলাফল যেন শেখার গুণগত মানের প্রতিফলন ঘটায়। আগে সংখ্যা বাড়িয়ে সন্তুষ্টি দেখানোর সংস্কৃতি ছিল। এবার সেটি থেকে সরে আসাই আমাদের উদ্দেশ্য।’

তিনি জানান, শিক্ষকদের আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল যেন সীমান্তরেখার শিক্ষার্থীদের মূল্যায়নে ন্যায্যতা নিশ্চিত করা হয়।

এদিকে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল হক জানান, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশে। যা গেলবারের চেয়ে প্রায় ১৯ শতাংশ কম।

মোট ১২ লাখ ৩৫ হাজার ৬শ’৬১ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯শ’৬০ জন পাস করেছে। ফেল করেছে ৫ লাখেরও বেশি শিক্ষার্থী। বিভিন্ন বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাসের হার দেখা গেছে মাদরাসা শিক্ষা বোর্ডে (৭৫.৬১ শতাংশ), আর সর্বনিম্ন কুমিল্লা বোর্ডে (৪৮.৮৬ শতাংশ)। 

২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯শ’১১ জন। এ বছর পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮শ’১৪ জন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষা উপদেষ্টা #এইচএসসি #এইচএসসি ২০২৫