সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম থেকে ১১তম গ্রেড করতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রাঞ্জন পোদ্দার।
উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে ৯টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছে। তবে, ভুঁইফোড় চারটি সংগঠনের সদস্যরা আন্দোলন করেছে। তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান্তিতে ফেলেছেন।
এসময় তিনি আন্দোলনে অংশ নেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তার পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছেন।
তিনি আরও বলেন, প্রাথমিক স্কুলে গানের শিক্ষক নিয়োগ এ সরকারের আমলে না হলেও পরবর্তী সরকার পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদী।
আই/এ