আন্তর্জাতিক

যুদ্ধবিরতির একদিন না পেরোতেই গাজায় ফের হামলা, নিহত ৫ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন না যেতেই আবারও বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। সোমবার (১৩ অক্টোবর) পর্যন্ত জিম্মি ও বন্দি বিনিময়সহ একাধিক শর্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় শান্তি চুক্তি কার্যকর ছিল ইসরাইল ও হামাসের মধ্যে। মিশরের শার্ম আল-শেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষরও হয়।

রোববার ও সোমবার দুই পক্ষই জিম্মি ও বন্দি মুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি রক্ষা করে, ফলে গাজা ও ফিলিস্তিন জুড়ে তৈরি হয় স্বস্তির আবহ। কিন্তু সেই শান্তির সময় দীর্ঘস্থায়ী হয়নি। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে আবারও গাজা সিটিতে হামলা চালায় ইসরাইলি বাহিনী। খবর আলজাজিরা

আলজাজিরা জানায়, গাজার শুজাইয়া এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, নিহত ব্যক্তিরা তাদের দিকে এগিয়ে আসছিল।

আইডিএফ আরও বলেছে, প্রথমে ‘ভয় দেখিয়ে’ সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা ‘হলুদ সীমা’ অতিক্রম করায় গুলি চালানো হয়। পাশাপাশি গাজার বাসিন্দাদের সেনাদের কাছাকাছি না যাওয়ারও সতর্কবার্তা দিয়েছে তারা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ইসরাইল #ফিলিস্তিন