আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এরমধ্যে একজন পিআরএল বা অবসরোত্তর ছুটিতে ছিলেন। মেজর জেনারেল কবীর আহাম্মদ নামের একজন কর্মকর্তা ৯ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেস-১ এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
তিনি বলেন, আমরা মোট ১৬ জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম, তাদের মধ্যে ১৫ জন এসে হেফাজতে রয়েছেন।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২৫ জনের সেনা কর্মকর্তার মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত।
হেফাজতে রাখাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কি না এমন প্রশ্নে এ সেনা কর্মকর্তা বলেন, ট্রাইব্যুনালের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। আগামী ২২ অক্টোবরের মধ্যে অভিযুক্তদের আদালতে হাজির করতে হবে। এর আগেই ব্যাখা পাবো বলে আশা করছি।
তিনি আরও বলেন, সেনাবাহিনী ট্রাইব্যুনালকে সর্বোচ্চ সহযোগিতা করছে ।
আই/এ