ক্যাম্পাস

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষক নিহত

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর নওহাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শিব শংকর রায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের  শিক্ষক অধ্যাপক ড. আসাদুজ্জামানতার অবস্থায়ও আশংকাজনক।

 আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর পবার নওহাটা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে নিয়ে হয়েছিলেন দুই শিক্ষক। পথে তাদের মোটরসাইকেলটি একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। রামেক হাসপাতালে নেয়ার পর অধ্যাপক ড. শিব শংকর রায়কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তারা নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়েছে। আমরা ওই ট্রাক আটকের জন্য অভিযান শুরু করেছি।

অধ্যাপক ড. শিব শংকর রায়ের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রাবি শিক্ষক