রাজনীতি

এনসিপিকে শাপলা দিতে হবে নয়তো ধান, সোনালি আঁশ বাদ দিতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইসির সামনে দুটি পথ খোলা রয়েছেহয় এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে, নয়তো বর্তমানে নিবন্ধিত দলগুলোর প্রতীক হিসেবে ব্যবহৃত ধান, সোনালী আঁশ, তারা এই প্রতীকগুলো বাতিল করতে হবে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে (সিইসি) বৈঠক শেষে তিনি এ কথা বলেন

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,  শাপলা ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি। নিবন্ধন ছাড়া একটি দল নির্বাচনে যাবে কী করে? এই কারণে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে।

তিনি বলেন,  শাপলা পাওয়ার জন্য এনসিপি গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবে এবং অধিকারের প্রশ্নে কোনো আপস করা হবে না। এই বিষয়টি অনেক দূর গড়ানোরসম্ভাবনা রয়েছে বলেও  তিনি আশঙ্কা প্রকাশ করেন

এ এনসিপি নেতা বলেন,  ‘কমিশনের অনেক সিদ্ধান্ত উনাদের মুখ দিয়ে বের না হলেও আমরা বিভিন্ন পত্রিকার প্রথম পেজের মাধ্যমে সেগুলো জানি। আমরা সে বিষয়গুলো নিয়ে তাদেরকে প্রশ্ন করেছি। আমার দেশ পত্রিকায় একটি রিপোর্ট এসেছে যে নির্বাচন কমিশনের নথি তাদের হাতে রয়েছে। একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের নথি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি একটি পত্রিকার হাতে যেতে পারে না। আমরা সেই প্রশ্নগুলো তাদের কাছে জবাবদিহি চেয়েছি।

তিনি আরও বলেন, আড়াই ঘণ্টার বৈঠকে প্রতীক প্রশ্নে সিইসি দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন উনাদের যে ধৈর্যশক্তি, সেটার যথেষ্ট প্রশংসা করেন তারা।  কিন্তু কমিশনকে শেষবারের মত বলা হয়েছে শাপলা না দিলে এর ব্যাখ্যা দিতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নাসীরুদ্দীন পাটওয়ারী