আন্তর্জাতিক

হামাসকে ধ্বংসের ডাক ইসরাইলি অর্থমন্ত্রীর!

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের কট্টর-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, গাজা থেকে বন্দিদের মুক্তি দেয়ার পরও হামাসকে অবশ্যই সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। প্রায়শই কঠোর মন্তব্যের জন্য পরিচিত স্মোট্রিচ যুদ্ধবিরতির বিষয়ে তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ তিনি লিখেছেন, “জিম্মিদের বাড়ি ফেরানোর পর, ইসরাইল রাষ্ট্র তার সর্বশক্তি দিয়ে হামাসের প্রকৃত নির্মূল এবং গাজার সম্পূর্ণ নিরাপত্তার জন্য সংগ্রাম চালাবে, যাতে এটি কখনোই ইসরাইলের জন্য হুমকি না হয়ে দাঁড়ায়।”

স্মোট্রিচ আরও জানান, তিনি গাজায় হামাসের সঙ্গে কোনো যুদ্ধে শান্তি চুক্তি সমর্থন করবেন না। তবে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়া থেকে বিরত থেকেছেন।

তিনি সতর্ক করেছেন, “আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা ৬ অক্টোবরের আগের ভুল ধারণায় ফিরে যাই না, কৃত্রিম শান্তি বা কূটনৈতিক আলিঙ্গনে পুনরায় আসক্ত হই না। না হলে ভবিষ্যতের জন্য বড় মূল্য পরিশোধ করতে হবে।”

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #হামাস