আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে আফগানদের পক্ষে একজোট চীন-রাশিয়াসহ এশিয়ার ১০ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

https://www.youtube.com/watch?v=25g553PXPxs

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি পুনর্দখলের ঘোষণা ঘিরে একজোট হয়েছে এশিয়ার দশটি দেশ। কোনো বিদেশি শক্তির আফগান মাটিতে সামরিক উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’ বলে জানিয়েছে তারা।

রাশিয়ার রাজধানী মস্কোতে আয়োজিত ‘মস্কো কনসালটেশনস অন আফগানিস্তান’ ফোরামের যৌথ বিবৃতিতে এই অবস্থান জানায় চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান এবং মধ্য এশিয়ার কয়েকটি দেশ।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান বা তার পার্শ্ববর্তী অঞ্চলে নতুন করে কোনো রাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপন আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি হবে।

ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেন, যদি তালেবান বাগরাম ঘাঁটি মার্কিন বাহিনীর কাছে ফিরিয়ে না দেয়, ‘খারাপ কিছু ঘটবে।’ তিনি ঘাঁটির কৌশলগত অবস্থানকে চীনের সঙ্গে যুক্ত করে দেখান। তবে তালেবান পরিষ্কার জানিয়ে দিয়েছে, আফগান ভূখণ্ডে কোনো বিদেশি সেনা বা ঘাঁটির অনুমতি দেওয়া হবে না।

এই ইস্যুতে ভারত ও পাকিস্তানের অবস্থান এক হওয়া নজর কাড়ছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেও নয়াদিল্লি আঞ্চলিক বাস্তবতা মেনে তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চাইছে।

এদিকে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মস্কো ফোরামে বলেন, ‘আফগানিস্তান স্বাধীন ও সার্বভৌম দেশ। আমরা কখনও বিদেশি সামরিক উপস্থিতি মেনে নিইনি, এবারও নেব না।’

তিনি আগামী সপ্তাহে প্রথমবারের মতো নয়াদিল্লি সফরে যাচ্ছেন—যা দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

২০০১ সালে আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র বাগরাম ঘাঁটি দখল করে এবং প্রায় দুই দশক তা ব্যবহার করে। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান পুনরায় ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আফগান #আফগানিস্তান #চীন #রাশিয়া #বাগরাম #বাগরাম বিমানঘাঁটি