পাবনার ঈশ্বরদীতে এক কোটি ৩০ লাখ টাকা নিয়ে জনতা ব্যাংক পিএলসি’র পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যাংক কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ (৪৫) ঈশ্বরদী পৌর এলাকার আব্দুল গফুর শেখের ছেলে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে খালেদ সাইফুল্লাহ আনসার সদস্য মাহবুব আলমকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকারে প্রথমে জনতা ব্যাংকের ঈশ্বরদী করপোরেট শাখা থেকে এক কোটি টাকা এবং পরে দাশুড়িয়া বাজার শাখা থেকে আরও ৩০ লাখ টাকা উত্তোলন করেন।
এরপর ঈশ্বরদী শহরের ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছে আনসার সদস্য মাহবুবকে গাড়ি থেকে নামিয়ে দেন ম্যানেজার খালেদ। এরপর থেকে তিনি আর ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী আনসার সদস্য মাহবুব আলম বলেন, ব্র্যাক ব্যাংকের সামনে এসে স্যার আমাকে গাড়ি থেকে নামতে বলেন। আমি নামার পর তিনি গাড়ি চালিয়ে চলে যান। তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই।
ঘটনার পর জনতা ব্যাংক ঈশ্বরদী করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল হক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রনব কুমার জানান, ‘ঘটনার প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে ব্যাংক ম্যানেজার নিজ ইচ্ছায় টাকা নিয়ে গেছেন। বিষয়টি আমরা দুর্নীতি দমন কমিশন (দুদক)কে জানিয়েছি। তারা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে’।
আই/এ