দেশজুড়ে

প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রতিমা বিসর্জনের সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ঘাটাখালি নদীর বরিয়াবাহ এলাকা থেকে তন্ময় মনি দাস (৮) এর মরদেহ উদ্ধার করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে শুক্রবার সকালে একই দুর্ঘটনায় নিখোঁজ অঙ্কিতা রানী দাস (৫) এর মরদেহ চাপাইর সেতুর পাশ থেকে উদ্ধার করা হয়েছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য পরিবারসহ একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন তারা। নৌকায় মোট ১৮ জন যাত্রী ছিলেন। নদীর ঘাটের দিকে যাওয়ার পথে অপর একটি নৌকার সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি উল্টে যায়। এ সময় যাত্রীরা প্রাণ বাঁচাতে সাঁতরে তীরে ওঠেন বা অন্য নৌকায় উঠে রক্ষা পান। তবে দক্ষিণ হিজলতলী এলাকার স্বপন সরকারের মেয়ে অঙ্কিতা (৫) ও একই এলাকার তাপস দাসের ছেলে তন্ময় (৮) পানিতে তলিয়ে যান।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, “প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কালিয়াকৈর