বিনোদন

জানা গেল জুবিন গার্গের মৃত্যুর আসল কারণ

বিনোদন ডেস্ক

ভারতের আসামের প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে চলমান গুঞ্জনের অবসান ঘটিয়েছে সিঙ্গাপুর সরকার। শুক্রবার (৩ অক্টোবর) তাঁর স্ত্রী গরিমা শইকীয়া গার্গের হাতে তুলে দেওয়া ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, স্কুবা ডাইভিং নয়, বরং সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়েই ডুবে মারা গেছেন তিনি। খবর আনন্দবাজার

প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদন ও প্রাথমিক অনুসন্ধানের কপি ভারতের হাই কমিশনের কাছেও হস্তান্তর করেছে। পাশাপাশি প্রয়াত গায়কের স্ত্রী গরিমার সঙ্গেও কথা বলেছে তারা। তবে তদন্ত এখনও শেষ হয়নি। এজন্য ভক্তদের উদ্দেশে আহ্বান জানানো হয়েছে, এ ঘটনায় কোনও ভিডিও বা ছবি যেন সামাজিক মাধ্যমে শেয়ার না করা হয়। 

তবে শুরু থেকেই সিঙ্গাপুর সরকার জুবিনের মৃত্যুর পেছনে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিল। তদন্তের অংশ হিসেবে সিঙ্গাপুর পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। একইসঙ্গে ভারতে আসাম পুলিশও তদন্ত চালাচ্ছে। ইতোমধ্যে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাসহ চারজনকে গ্রেপ্তার করেছে তারা।

অন্যদিকে, জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া এখনও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে এর আগে তিনি জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে তাঁর শেষবার কথা হয়েছিল মৃত্যুর একদিন আগে ১৮ সেপ্টেম্বর রাতে। তখনও দ্বীপে যাওয়ার পরিকল্পনার কথা জানাননি জুবিন।

গরিমা আরও জানান, জুবিন মৃগীরোগে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ খেতেন। সহকারী তাঁকে জানিয়েছিলেন, পানিতে নামার পর খিঁচুনি শুরু হয় তাঁর।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #আসাম #জুবন #জুবিন গার্গ #সংগীতশিল্পী