আন্তর্জাতিক

পাকিস্তানের কোয়েটায় শক্তিশালী বোমা হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ব্যস্ত সড়কে পাকিস্তানের আধা-সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদরদপ্তরের কাছে এই বিস্ফোরণ ঘটে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ডন জানায়, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গোলাগুলির শব্দও শোনা যায়।

বোমা হামলার আগ মুহূর্তের ছবি
বোমা হামলার আগ মুহূর্তের ছবি

সিসিটিভি ফুটেজে দেখা যায়, যাত্রীবাহী ও ব্যক্তিগত যানবাহন চলাচলের সময় হঠাৎ মোড়ে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আশপাশের ভবনের কাচ ভেঙে যায়। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বিস্ফোরণের ধাক্কায় পাশে থাকা একটি বাসের যাত্রী ও পথচারীরা গুরুতর আহত হন।

বোমা হামলার সময়ের ছবি
বোমা হামলার সময়ের ছবি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ভারত-সমর্থিত সন্ত্রাসী সংগঠন ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ এই আত্মঘাতী হামলা চালিয়েছে। প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে গোষ্ঠীটিকে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বোঝানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতাকে ব্যাহত করতে পারবে না।

এদিকে বেলুচিস্তান প্রাদেশিক সরকার জানায়, বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে হত্যা করেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #বোমা বিস্ফোরণ