আন্তর্জাতিক

গাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় স্থায়ী শান্তি ও পুনর্গঠনের লক্ষ্যে ২০ দফার একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধ-পরবর্তী গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প নিজেই।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এই প্রস্তাব প্রকাশ করেন ট্রাম্প। তিনি একে ‘ঐতিহাসিক’ আখ্যা দেন। তবে হামাস এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মত দেয়নি। কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রস্তাবটি তারা পর্যালোচনা করছে।

নেতানিয়াহু পরিকল্পনার পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, এটি মধ্যপ্রাচ্যে শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে হামাস অগ্রাহ্য করলে বা এর বিরুদ্ধে কাজ করলে ইসরাইল একাই ব্যবস্থা নেবে বলে সতর্ক করেন তিনি।

ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, হামাস যদি যুদ্ধবিরতিতে রাজি হয়, তবে ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মি মুক্ত করতে হবে। এরপর গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে গঠন হবে অন্তর্বর্তী প্রশাসন—‘বোর্ড অব পিস’। এর প্রধান হবেন ট্রাম্প, আর সদস্য হিসেবে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ অন্যান্য নেতা।

এই প্রশাসন দৈনন্দিন সেবা ও পুনর্গঠনের দায়িত্ব নেবে। গাজার উন্নয়নে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনাও এতে রয়েছে। নিরাপত্তার জন্য আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় একটি বিশেষ বাহিনী গঠন করা হবে, যারা ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে। স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হলে ইসরাইল ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে, তবে সীমান্তে নিরাপত্তা বলয় বজায় থাকবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিস্তিন #নেতানিয়াহু #ট্রাম্প