রাজধানী

বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে মুখ খুললেন সোহেল তাজ

ফাইল ছবি

সম্প্রতি বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটকে দেয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে। ভ্রমণ রোধ থাকায় তাকে আটকে দেয় কর্তৃপক্ষ। এ বিষয়ে আগামীকাল রোববার জানাতে পারবেন বলে জানিয়েছেন সোহেল তাজ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সোহেল তাজ গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন,  গত ২৪ সেপ্টেম্বর রাতে কাতার এয়ারওয়েজে করে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তারএজন্য তিনি বিমানবন্দরেও গিয়েছিলেন। কিন্তু তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

আটকে দেওয়া প্রসঙ্গে সোহেল তাজ বলেন, ‘এ বিষয়গুলো আগামীকাল জানা যাবে। আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, আগামীকাল জেনে তারপর এ বিষয়ে জানাতে পারবো।

তিনি আরও বলেন, ‘আমি রেগুলার  যাই, গত ২০ বছরে প্রতিবার অন্তত ২/৩ বার গিয়েছি। এ বছরের জুনেও গিয়েছি। এপ্রিল মাসে গেলাম।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সোহেল তাজ