বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান ফিরবেন এবং গণতান্ত্রিক যাত্রায় নেতৃত্ব দেবেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, প্রায় দেড় বছর আগে থেকেই বিএনপি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি।
তিনি বলেন, বিএনপি এতো বড় দল যে, যা সিট আছে তার থেকে দশগুন মনোনয়ন প্রত্যাশী আছে। কাজেই কে প্রার্থী হবেন, কে হবেন না- সেজন্য স্থানীয় ও জেলার নেতার পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে জরিপ করা হবে।
তিনি আরও বলেন, সর্বোপরি জনগণের ভালোবাসায় যেসব মানুষ নিজ নিজ এলাকায় উদ্ভাসিত, তাদেরকেই খুব শিগগিরই মনোনয়ন দেওয়ার ব্যাপারে দল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতি শেষ পর্যন্ত জনগণ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।
এমএ//