গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে অবশিষ্ট ৪৮ জিম্মির অর্ধেক মুক্তি দেয়া হবে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন প্রস্তাব দিয়েছে গাজার সশস্ত্র সংগঠন হামাস। এক সূত্রের বরাতে সোমবার জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।
তবে এ প্রস্তাব সম্বলিত চিঠি এখনো ট্রাম্পের কাছে পৌঁছায়নি। কাতারের কাছে থাকা ওই চিঠি এ সপ্তাহের শেষদিকে ট্রাম্পের হাতে পৌঁছাতে পারে। বিষয়টি নিশ্চিত করেছে ফক্স নিউজের প্রধান বৈদেশিক সংবাদদাতা ট্রে ইয়িংস্ট।
চিঠিতে বলা হয়েছে, স্থায়ী যুদ্ধসমাপ্তি নিয়ে আলোচনা চলতে থাকলে যুদ্ধবিরতিও অব্যাহত থাকবে।
হামাসের এই প্রস্তাব এমন সময়ে এলো যখন ইসরাইল ‘গিডিয়ন্স চারিয়টস–টু’ অভিযানের মাধ্যমে গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। শহরটির প্রায় অর্ধেক জনগণ ইতিমধ্যে এলাকা ছেড়ে পালিয়েছে।
এনএস/