সোমবার (২২ সেপ্টেম্বর) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘোষণার আগে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলো আসলে শান্তি প্রচার করছে না, বরং এটি শুধু ‘থিয়েটার’।
ড্যাননের ভাষ্য, “ম্যক্রোঁ ও তার সহকর্মীরা উদযাপন করবেন, গাজায় ৪৮ বন্দী থাকবে। তারা মনে করে কিছু করছে, কিন্তু বাস্তবে শান্তি প্রচার হচ্ছে না; এটি সন্ত্রাসবাদের সমর্থন।”
তিনি আরও বলেন, “ফিলিস্তিনি স্বীকৃতি কোনো সমস্যার সমাধান আনবে না। প্রতিবার এখানে খালি ঘোষণা, খালি উদযাপন। ২০০৫ সালে গাজা ছাড়ার পর আমরা ফিলিস্তিনিদের জন্য উন্নত সমাজ গড়ার সুযোগ দিয়েছিলাম, কিন্তু পরিণতি আমরা দেখেছি।”
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে এই মন্তব্য এসেছে, যেখানে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও সতর্ক করেছেন, এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলবে এবং ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে’।
সূত্র: ফক্স নিউজ