অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বরে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে এক মাস।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচন ও রমজান উপলক্ষে প্রকাশকদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহাপরিচালক বলেন, ‘জাতীয় নির্বাচনের কারণে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে মেলার অনুমতি মিলবে না। আবার রমজানের পরে ঈদের ছুটি থেকে ফিরে মেলা করাও সম্ভব না। সেক্ষেত্রে মেলা চলে যায় এপ্রিলে। সব দিক বিবচনায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’
তিনি আরও বলেন, এবারের মেলায় প্রকাশকদের স্বার্থ, পাঠক উপস্থিতি এবং সামগ্রিক নিরাপত্তা বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।
আই/এ