ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৬৪ হাজার ৬২ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, গাজায় প্রায় দু’বছর ধরে চলা ইসরাইলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৬৫ হাজার ৬২ জনে পৌঁছেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন ফিলিস্তিনি।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল থেকে ৯৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময়ে আহত হয়েছেন ৩৮৫ জন।
বিবৃতিতে আরও বলা হয়, আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন ৮৭ জন। এর ফলে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত পৌঁছেছে যথাক্রমে ২ হাজার ৫০৪ জনে। আহত হয়েছেন আরও ১৮ হাজার ৩৪৮ জন।
গেল ২ মার্চ থেকে গাজায় খাদ্য ও ত্রাণের সরবরাহ সীমিত করেছে দখলদার ইসরাইলি বাহিনী। ফলে খাদ্যাভাব ও অপুষ্টি তীব্র হয়ে উঠেছে সেখানে। বুধবার খাদ্য ও অপুষ্টিজনিত কারণে আরও ৪ জনের মৃত্যু হয়েছে গাজায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গেল প্রায় দু’বছরে গাজায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে ৪৩২ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে ১৪৬ জনই শিশু।
এর আগে, গেল বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে ইসরাইল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারের মুখোমুখি।
এমএ//