বাংলাদেশ

কারা কতদিন ছুটি পাচ্ছেন দুর্গাপূজায়

আসন্ন শারদীয় দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন। আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত তারা এ ছুটি উপভোগ করতে পারবেন।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মহানবমী উপলক্ষ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর বিজয়া দশমীর সাধারণ ছুটি রয়েছে। এরপর ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় চার দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা।

২০২৪ সালের গণ-আন্দোলনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ছুটির মেয়াদে কিছু পরিবর্তন আনা হয়। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালে ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং দুর্গাপূজায় ২ দিনের ছুটি রাখা হয়েছে।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ আরও বেশি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত টানা ১১ দিনের ছুটি থাকবে। মাধ্যমিক ও কলেজগুলোতে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ১০ দিনের ছুটি মিলিয়ে মোট ১২ দিন বন্ধ থাকবে। 

তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ ও ২ অক্টোবর দুই দিনের ছুটি থাকছে। মাদরাসাগুলো দুর্গাপূজার ছুটির আওতায় নেই।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ছুটি #দুর্গাপূজা #পূজা #পূজার ছুটি